STUDY IN INDIA
Updated: Jul 20, 2020
SII ইন্ডিয়ান সরকার এর একটা উদ্যোগ।যেখানে তারা সাধারণত নিজ খরচে যারা পড়তে ইচ্ছুক তাদের ভর্তি নিশ্চিত করে।কিন্তু ২০১৮ থেকে তারা এই সিমিতে স্কলারশীপ যোগ করে।সাধারণত তারা এককালীন একটা টাকা দেয় যা গত বছর মানে ২০১৯ পর্যন্ত এটা রেজাল্ট এর উপর নির্ভর করত কিন্তু এখন থেকে মানে ২০২০ থেকে তারা ইন্ডিয়া সেট পরীক্ষার মাধ্যমে স্কলারশীপ নিশ্চিত করবে।ইন্ডিয়ার সরকার ১ ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে এই ঘোষনা দেন।এই পরীক্ষা নেওয়া হবে ১৩ টি দেশে।তার মধ্যে বাংলাদেশ ও আছে।
সেট পরীক্ষা নিবে NATIONAL TESTING AGENCY মাধ্যমে অনলাইনে নেওয়া হবে।এটা সেন্টার করে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি।এর অনুশীলনের জন্য আমি একটা APP এর Download লিংক দিয়ে দিচ্ছি ।এখান থেকে ডাইরেক্ট NATIONAL TESTING AGENCY এ অনুশীলন করতে পারবেন।
https://gofile.io/?c=B8i4QZ এখন এর জন্য আমাদের study in india এর ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করতে হবে।অনেকটা আইসিসিয়ার এর মতো করেই।তার পর আপনাকে ইউনির্ভাসিটি সিলেক্ট করতে হবে।এর আন্ড্যার এ সরকারি ইউনির্ভাসিটি খুব কমই আছে।হাতে গুনা কয়েকটা এনআইটি আছে।এর আন্ড্যারে যে সকল বেসরকারি ইউনির্ভাসিটি আছে তাদের কে খুব ভালোও বলা যাবে না আবার খুব খারাপ ও বলা যাবে না,মোটামোটি।তাই এপ্লাই করার সময় বোঝে শুনে চয়েস করাই ভালো। আমি আবারো বলছি রেজাল্ট এর উপর ভিত্তি করে আপনার ইউনির্ভাসিটি পাবেন আর সেট পরীক্ষার উপর ভিত্তি করে আপনি ৩৫০০ ডলার পাবে। এখন হচ্ছে সেট পরীক্ষার মার্ক ডিস্টিবিউশনঃ
সিলেবাসঃ Verbal Reasoning---
Reading Comprehension
Fill in the Blanks
Grammar
Paragraph Completion and Inference
Para jumbles
Analogies
Antonyms
Synonyms
One-Word Substitutes
Sentence Correction
Idioms & Phrases
Quantitative Aptitude---
Algebra
Averages
Equations - Linear & Quadratic
Geometry
HCF & LCM
Number System
Partnership
Percentages
Progressions - Arithmetic
Geometry
Profit & Loss
Rations and Proportions
Time-Speed-Distance
Work and Time
Interest
Logical Reasoning----
Seating Arrangements
Blood Relations
Direction Sense
Series/ Sequencing
Syllogism
Venn Diagrams
Rankings
Puzzles
Coding & Decoding
এই সব কিছু এপ এর মাধ্যমে অনুশীলন করলে সব সহজ হয়ে যাবে।তাই সবাই বেশি বেশি অনুশীলন কর। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট কইর। ধন্যবাদ।