IND SAT EXAM
Updated: Jul 20, 2020
আশা করি সবাই জান যে ১৬ তারিখ ইন্ডিয়া সেট পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ২ঃ৩০ এ আর শেষ হবে ৪ঃ০০ টায়। পরীক্ষার ১ সপ্তাহ আগে প্রবেশ পত্র মেইল করা হবে।
পরীক্ষা শুরু হওয়ার কিছু ক্ষণ আগে মেইল এ ইউজার +পার্সওয়াড+ লিংক জানিয়ে দেওয়া হবে। তোমাদের একটা ওয়েব ক্যামেরা প্রয়োজন হবে আর যাদের ল্যাপটপ এ ক্যামেরা আছে তাদের ওইটাই চলবে।
Hardware Requirement
I3 and above processor
4 GB and above RAM
2 MBPS minimum Internet Bandwidth
Software Requirement
Windows 7 and above Operating System (Preferably Windows 10)
Ubuntu 14 or 16 for Linux OS
Recommended Browser - Google Chrome
Browser zoom should be set to 100%.
অনেকের ল্যাপটপ নাই তারা ফোনে ক্রোম দিয়ে চেষ্টা করতে পার কিছু কাজ হওয়ার সম্ভাবনা ২০%। তাই সবাই ল্যাপটপ জোগার করার চেষ্টা কর।
আর সবাই ৩০ মিনিট আগে থেকেই প্রস্তুত থাকবা। ঠান্ডা মাথায় পরীক্ষা দিও । সবার জন্য শুভ কামনা রইল। শেষ মূহুতে প্রস্তুতি নিতে ডাওলোড কর।