দ্য গ্লোবাল শর্ট ডকস ফোরাম ২০২০
ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে শর্ট ডকুমেন্টারি ফিল্মমেকারদের সাথে যোগ দিতে গ্লোবাল শর্ট ডকস ফোরাম ২০২০ ডকুমেন্টারি ফিল্ম জমা দিতে আহ্বান জানাচ্ছে। শর্ট ডকুমেন্টারি তৈরি করছে এমন নতুন মেধাবীদের ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে প্রবেশের সুযোগ দেয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইন ফোরামটি ৪ সপ্তাহের একটি সেশন হবে এবং সপ্তাহে আলাদা মেন্টরিং ব্যবস্থা থাকবে। ফোরাম শেষে ফিল্মমেকারদের কাছ থেকে পূর্বে রেকর্ডকৃত একটি পিচ ভিডিও আশা করা হবে। সেগুলো প্লাটফর্ম রিপ্রেজেন্টেটিভের সাথে শেয়ার করা হবে ।
সুযোগ সুবিধাসমূহ
গুরুত্বপূর্ণ পিচিং ট্রেনিং এবং মেন্টরিং
ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের দ্বারা ওয়ার্কশপ ও মাস্টারক্লাসের আয়োজন।
ডিজিটাল প্লাটফর্মে একের পর এক মিটিং
সারা বিশ্বের ডক ফিল্মমেকারদের সাথে যুক্ত হওয়ার সুযোগ।
আবেদনের যোগ্যতা
অরিজিনাল এবং বর্ণনামূলক শর্ট ডকুমেন্টারির ফিল্মমেকার হতে হবে।
৩০ মিনিটের বেশি ডকুমেন্টারির প্রজেক্ট সারা দেশ থেকে নেয়া হবে।
বিশেষ আগ্রহ থাকবে সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক বর্ণনার গল্পে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ সহ সকল দেশের নাগরিকদের জন্য
আবেদন পদ্ধতি
আবেদন লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন।
আবেদনের শেষ তারিখ: অগাস্ট ১২, ২০২০ (৪ দিন বাকি)
copyright: youthop